নেতানিয়াহুর সঙ্গে পুতিনের ফোনালাপ
ইরানের পরমাণু ইস্যু নিয়ে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাশিয়ার সংবাদমাধ্যম তাস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্রেমলিনের প্রেস সার্ভিসের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও ইসরাইলের মধ্যে সৃষ্ট উত্তেজনার কূটনৈতিক সমাধানে মস্কো সব ধরনের সহযোগিতা করতে ইচ্ছুক।
গেলো ১৩ জুন ইরানে অতর্কিত হামলা করে ইসরাইল। জবাবে পাল্টা হামলা চালায় ইরান। সংঘাতের শুরুর ৯ দিনের মাথায় যুক্তরাষ্ট্র ওই সংঘাতে যোগ দিয়ে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায়।
এনএস/