বঙ্গোপসাগরে দেড় ঘন্টায় চারটি ভূমিকম্প
দেড় ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে চারটি ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার রাতে এসব ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি হয়েছে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে। আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে। এটির মাত্রা ছিল রিক্টার স্কেলে পাঁচ।
কিছুক্ষণের মধ্যে কাছাকাছি এলাকায় পরপর আরো তিনটি ভূমিকম্প হয়েছে। এগুলোর মাত্রা ছিলো ৫, ৪ দশমিক ৯, ও ৪ দশমিক ৬। দেড় ঘণ্টার মধ্যে এসব ভূমিকম্প হয়। সর্বশেষ ভূমিকম্পটি ঘটেছে রাত সোয়া এগারোটার দিকে।
তবে এসব ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।