অভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না : নাহিদ
জামালপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অনেকে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রপাগন্ডা করার চেষ্টা করছে। আমরা নাকি নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছি। গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না।
সোমবার (২৮ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রা শেষে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ বলেন, যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণ অভ্যুত্থানের দিকে না নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না নিয়ে যেতাম তাহলে শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা নির্বাচনের জন্য চার বছর অপেক্ষা করতেন।
তিনি বলেন, আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা ভোটাধিকার চাই, আমরা মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। কিন্ত আমরা বলেছি শুধু মাত্র ভোটাধিকারের মাধ্যমে, শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকারের পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না। আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয়, যদি অর্থনৈতিক, শিক্ষার, স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হয় এবং যদি প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি।
অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাবেক এ উপদেষ্টা বলেন, ‘মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদের মধ্যে থাকতে হবে। এর মধ্যে অধিকাংশ বিষয়ে ঐকমত্য হয়েছে, বিএনপিসহ বিভিন্ন দলের প্রস্তাবনায় সংসদের উচ্চকক্ষ ছিল। আমরা বলেছি, উচ্চকক্ষ ভোটের অনুপাতে পিআর অনুসারে হতে হবে। এটা আসন অনুসারে হবে না।’
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, এনসিপির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল প্রমুখ।
আই/এ