আন্তর্জাতিক

অবশেষে বাণিজ্য চুক্তি করলো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন

অবশেষে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি পণ্যের শুল্ক দিতে হবে ১৫ শতাংশ।

স্কটল্যান্ডে সফরত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে। কিছুদিন আগে ইউরোপীয় দেশগুলোর পণ্যে ৩০ শতাংশ আমদানি কর আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। গেলবছর যুক্তরাষ্ট্র ও ইইউর বাণিজ্য করেছে প্রায় ৯৭৬ বিলিয়ন ডলারের।

এতে যুক্তরাষ্ট্রের আমদানি ছিলো ৬০৬ বিলিয়ন ডলার। এই ঘাটতি কমানোই ছিলো ট্রাম্পের মূল উদ্দেশ্য।  

এ সম্পর্কিত আরও পড়ুন