নিজস্ব ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজস্ব ক্যাম্পাসের দাবিতে পাবনা- সিরাজগঞ্জ মহাসড়কে ক্লাস করেছেন শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষের নিয়ম-শৃঙ্খলা মেনেই, খোলা আকাশের নিচে চলল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতীকী পাঠদান। শিক্ষকেরা পাঠ দিচ্ছেন, আর শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে তা শুনছে—যেন রোদ, ধুলো কিংবা যানবাহনের শব্দ কোনো বাধাই নয়।
সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের অংশ হিসেবে মহাসড়ক অবরোধ করে একযোগে নেওয়া হয় মোট ১২টি ক্লাস। মূল দাবি—নিজস্ব ক্যাম্পাসের দ্রুত নির্মাণ ও প্রকল্পের অনুমোদন।
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে প্রায় নয় বছর আগে স্থাপিত হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ২২৫ একর জমি বরাদ্দ পেলেও এখনো নেই স্থায়ী অবকাঠামো। বর্তমানে শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজ এবং দুটি ভাড়া বাড়িতে চলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সংগীত ও ব্যবস্থাপনা—এই পাঁচটি বিভাগে অধ্যয়নরত রয়েছে ১২০০’রও বেশি শিক্ষার্থী। শিক্ষক ৩৪ জন, কর্মকর্তা ৫৪ এবং কর্মচারী ১০৭ জন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প জমা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর সেটি এখন একনেকের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।
তবে পরিবেশগত প্রভাব নিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতিবাচক প্রতিবেদন প্রকল্পটি আটকে রেখেছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।
আজকের কর্মসূচিতে শিক্ষার্থীদের কণ্ঠে ছিল প্রতিবাদের সুর—“পরিবেশ নয়, উন্নয়ন চাই”, “রিজওয়ানা হাসান পদত্যাগ করো”—এমন নানা স্লোগানে মুখর ছিল মহাসড়ক। শিক্ষার্থীরা বলছেন, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন চলবে পূর্ণাঙ্গ ডিপিপি অনুমোদন ও নির্মাণ কাজ শুরু না হওয়া পর্যন্ত।
মহাসড়ক অবরোধে কিছুটা দুর্ভোগ পোহাতে হলেও আন্দোলনকারীরা বলছেন, এটি কেবল তাদের অস্তিত্ব রক্ষার লড়াই, যেখানে রাস্তা নয়—ভবিষ্যতের জন্য পথ খোঁজাই মুখ্য।
আই/এ