কি ভেবে আমিরের বাড়িতে ২৫ পুলিশ গাড়ির হানা !
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। সম্প্রতি এক অস্বাভাবিক ঘটনায় খবরের শিরোনামে এসেছেন। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, তার বাড়ি থেকে ২৫টি পুলিশ গাড়ি বের হচ্ছে।
এ ঘটনায় নেটিজেনরা নানা প্রশ্ন তুলছেন। তবে পুলিশের এমন উপস্থিতির সঠিক কারণ এখনও জানা যায়নি। কিছু সূত্রে শোনা যাচ্ছে, আমির খান মেঘালয়ে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছেন। মূলত এর জন্য পুলিশের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে।
যদিও আমির খান এই খবরে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, "এটা একেবারে মিথ্যে। এমন কোনও সিনেমা তৈরি করছি না।"
সম্প্রতি আমির খান একটি বিতর্কে জড়িয়েছিলেন। যেখানে একটি রোলস রয়েস গাড়ির মালিকানায় তার নাম উঠে আসে। বেঙ্গালুরুর ব্যবসায়ী ইউসুফ শরিফ দীর্ঘদিন ধরে আমির খান এবং অমিতাভ বচ্চনের কাছ থেকে কেনা দুটি বিলাসবহুল রোলস রয়েস গাড়ি চালাচ্ছিলেন। ২০২১ এবং ২০২৩ সালে গাড়িগুলো তার হাতে আসে। কিন্তু এসব গাড়ির জন্য কর পরিশোধ করা হয়নি এবং এগুলো এখনও তার নামে নথিভুক্ত হয়নি। এই কারণে আমির খানের নাম তদন্তে উঠে এসেছে।
ধারণা করা হচ্ছে, পুলিশ অফিসারদের উপস্থিতি তার বাড়িতে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। তবে ২৫টি পুলিশ গাড়ির উপস্থিতির আসল কারণ এখনও পরিষ্কার হয়নি।
এসকে//