নিখোঁজের তিনদিন পর জেলের মৃতদেহ উদ্ধার
পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে মাছ ধরার ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়া ২২ বছর বয়সী ইমরান শরীফের মৃতদেহ তিনদিন পর উদ্ধার হয়েছে। রোববার (২৭ জুলাই) ভোরে কালাইয়া খালগোড়ার চরে ভাসমান অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়।
ইমরান চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব গ্রামের বাসিন্দা মনির শরীফের ছেলে ছিলেন। কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ জুলাই দুপুরে মাছ ধরতে নিমদীঘাট থেকে ছোট ট্রলার নিয়ে কালাইয়া লঞ্চঘাটের উদ্দেশে রওনা দেন ইমরান। কিন্তু কচুয়া মুন্সিবাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ প্রবল ঝড়ের কারণে ট্রলারটি উল্টে যায় এবং ইমরান ছিটকে পড়েন। ঝড়ের তাণ্ডবে সাঁতার কাটতে না পারায় তিনি নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান। রোববার ভোরে স্থানীয়রা নদীতে ভাসমান একটি লাশ দেখতে পেলে পুলিশ এসে তা উদ্ধার করে। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া যায় যে, মৃতদেহটি ইমরান শরীফের।
এদিকে ইমরানের চাচা মাসুম বিল্লাহ জানান, "আমরা আশা করেছিলাম হয়তো সে বেঁচে থাকবে। কিন্তু দুই দিন পর তার মৃতদেহ দেখে আমাদের সকল আশা শেষ হয়ে গেল।"
এসআই আবু বকর সিদ্দিক জানান, দু’দিনের তল্লাশি অভিযান শেষে ইমরানের কোনও সন্ধান পাওয়া যায়নি। তবে রোববার ভোরে স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে তাদেরকে খবর দেয়।
এসকে//