নায়ক জসিমের ছেলে সংগীত শিল্পী রাতুল আর নেই
কিংবদন্তি চিত্র নায়ক জসিমের ছেলে ও রক 'ওন্ড' ব্যান্ড দলের কণ্ঠশিল্পী এ কে রাতুল মারা গেছেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি ব্যায়ামাগারে অসুস্থ হয়ে পরলে বেসরকারি হাসপাতালে নেওয়া হয় রাতুলকে। পরে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাতুল এবং তার ব্যান্ড 'ওন্ড' ২০১০ সালের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড সঙ্গীত শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। তাদের গ্রঞ্জ-অনুপ্রাণিত সঙ্গীত, বিশেষত রাতুলের শক্তিশালী কণ্ঠ, তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই ব্যান্ডটির প্রথম অ্যালবাম "১" (২০১৪) এবং দ্বিতীয় অ্যালবাম "২" (২০১৭) ছিল ব্যাপক সাফল্য অর্জনকারী, যা সঙ্গীতের প্রতি শ্রোতাদের ভালোবাসা ও শ্রদ্ধা আরও বৃদ্ধি করেছে।
এ কে রাতুল শুধু 'ওন্ড'-এর প্রতিভাবান কণ্ঠশিল্পী হিসেবেই পরিচিত ছিলেন না, তিনি একজন দক্ষ প্রযোজক হিসেবেও রক সঙ্গীত জগতে এক শক্তিশালী ভূমিকা পালন করেছিলেন। তিনি বাংলাদেশের বিভিন্ন রক ব্যান্ডের জন্য সফল এবং জনপ্রিয় অ্যালবাম তৈরি করেছেন, যা সঙ্গীত ইন্ডাস্ট্রিতে তার অবদানের চিহ্ন হয়ে থাকবে।
রাতুলের মৃত্যু সঙ্গীতপ্রেমীদের জন্য একটি গভীর শোকের মুহূর্ত। তার উত্তরা বাসভবনে বর্তমানে ভক্ত, সহকর্মী এবং পরিবারের সদস্যরা তাকে স্মরণ করতে এসে শোকাহত। তার চলে যাওয়া রক সঙ্গীতের জন্য এক অপূরণীয় ক্ষতি, তবে তার সঙ্গীত এবং কণ্ঠের স্মৃতি চিরকাল বেঁচে থাকবে।
এসকে//