মার্কিন মধ্যস্থতায় সিরিয়া-ইসরাইলের মধ্যে বৈঠক
দ্রুজ অধ্যুষিত সুয়েইদার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইসরাইল ও সিরিয়ার কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফ্রান্সের রাজধানী প্যারিসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সিরিয়ার এক কর্মকর্তার বরাতে শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই কর্মকর্তা আল জাজিরা আরবিকে জানায়, আলোচনায় সিরিয়ায় কর্মকর্তারা দেশটির সার্বভৌমত্বের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সুয়েইদার সিরিয়ার অবিচ্ছদ্য অংশ ও সমাজের কোনো অংশকে বিভক্তির জন্য ব্যবহার করার যাবে না, তা নিয়ে কথা হয়েছে।
ওই সূত্র আরও বলছে, সিরিয়ায় চলমান উত্তেজনার জন্য দেশটির কর্মকর্তারা ইসরাইলকে দায়ী করেন। পাশাপাশি বিভিন্ন পয়েন্ট থেকে ইসরাইলি সেনাবাহিনীর প্রত্যাহারের দাবি করেন।
কূটনৈতিক একটি সূত্রের বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, বৈঠকে কোন ধরনের চূড়ান্ত ফলাফল আসেনি। তবে নিরাপত্তা বজায় রাখতে দুপক্ষই আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।
এনএস/