মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে দেশটির হাজার হাজার জনগণ। কালো টি শার্ট ও কপালে ফেট্টি পরে শনিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের রাস্তায় বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা এসময় ‘তুরুন আনোয়ার’ বা ‘ক্ষমতা ছাড়ুন আনোয়ার’ বলে স্লোগান দেন।
ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হচ্ছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও প্রতিশ্রুত সংস্কারের বাস্তবায়ন করতে না পারার কারণে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই বিক্ষোভ।
বিক্ষোভকারীরা রাজধানীর বিভিন্ন পথ ঘুরে স্বাধীনতা স্কায়ারে জড়ো হন। সেখানে শীর্ষ বিরোধী নেতাদের বক্তব্য শুনেন। পুলিশের ধারণা, বিক্ষোভে ১৮ হাজার মানুষ অংশ নিয়েছে।
সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে ২০২২ সালের নভেম্বরে ক্ষমতায় আসেন আনোয়ার ইব্রাহিম। রাজস্ব বাড়াতে তাঁর সরকার সম্প্রতি বিক্রয় ও সেবার ওপর কর (এসএসটি) বাড়িয়েছে এবং ভর্তুকি ঢেলে সাজিয়েছে। অনেকেই মনে করছে, প্রধানমন্ত্রীর এসব পদক্ষেপ নিত্যপণ্যের দাম বৃদ্ধি করবে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাবে জনমনে বাড়তে থাকা উদ্বেগ প্রশমনে চলতি সপ্তাহে আনোয়ার সরকার কিছু পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে নগদ সহায়তা কর্মসূচি, দরিদ্র পরিবারের জন্য বাড়তি অনুদান এবং জ্বালানি তেলের দাম কমানোর প্রতিশ্রুতি অন্যতম।
এদিকে আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগ এবং তাঁর দুর্নীতিবিরোধী অঙ্গীকার প্রশ্নের মুখে পড়েছে। সম্প্রতি সরকারঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তা ছাড়া সম্প্রতি শীর্ষ বিচারপতি নিয়োগে দেরি হওয়া নিয়েও সমালোচনা হচ্ছে। কিন্তু আনোয়ার ইব্রাহিম এসব অভিযোগ বারবার অস্বীকার করেছেন।
এনএস/