ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে রাশিয়া
ফ্রান্সের পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথা ভাবছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মধ্যপ্রাচ্যে সংঘাত সমাধানের একমাত্র পথ ইসরাইলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র গঠন। রাশিয়ার সংবাদমাধ্যম আরটি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মুখপাত্র পেসকভ আরও বলেন, ফিলিস্তিন সমস্য সমাধানের জন্য রাশিয়ার সবসময় দ্বি রাষ্ট্র সমাধানে বিশ্বাসী। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন মেনে চলা উচিত, যেখানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
গাজায় যুদ্ধবিরতি ও ইসরাইলি সৈন্য প্রত্যাহারের আহ্বান জানান রাশিয়ার এই মুখপাত্র।
এর আগে, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তের কথা জানায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমায়ুনেল ম্যাক্রো। ফ্রান্স প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
উল্লেখ্য, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে পশ্চিমা শক্তিগুলোর মধ্যে ফ্রান্স হবে প্রথম রাষ্ট্র।
এনএস/