সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় তনি
দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রুবাইয়াত ফাতিমা তনি অভিযোগ করেছেন, অজ্ঞাত একটি ফেসবুক আইডি থেকে তার সন্তানদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।
শনিবার (২৬ জুলাই) নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এই উদ্বেগের কথা জানান।
পোস্টে তনি লিখেছেন, “আমার বাচ্চাদের মেরে ফেলতে চাইছে! এইগুলোর দায়ভার কে নেবে?” এরপর আরও যোগ করেন, “আমার মামলা করা উচিত কি না? আমার বোনকে টেক্সট করে এইসব থ্রেট দিচ্ছে।”
সবশেষে তিনি বলেন, “আমার ছেলে-মেয়ের জীবন এখন ঝুঁকিতে! মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে?”

তনি কারও নাম উল্লেখ না করলেও, পোস্টে একটি আইডির লিংক যুক্ত করেছেন—যেখান থেকে তার বোনকে এই হুমকিমূলক বার্তাগুলো পাঠানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। অনেকেই মনে করছেন, এটি একটি ফেক আইডি।
ঘটনার পর সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই এমন নৃশংস হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন। এক অনুসারী মন্তব্য করেছেন, “তার হয়তো নিজের সন্তান নেই, তাই এমন নিষ্ঠুর কথা বলতে পারে।” আরেকজন লেখেন, “মানুষ কতটা নিচু হলে এমন বলতে পারে?”
উল্লেখ্য, ‘সানভিস বাই তনি’ নামে ফ্যাশন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা রুবাইয়াত ফাতিমা তনি বর্তমানে সারা দেশে ১২টি শোরুম পরিচালনা করছেন। ব্যবসায়ী শাহাদাত হোসাইনকে বিয়ে করে আলোচনায় আসেন তিনি। বয়সের ব্যবধান নিয়ে সেই সময় তুমুল আলোচনা হলেও, চলতি বছরের শুরুতে শাহাদাত হোসাইন মারা যান। স্বামীর মৃত্যুর পর শোকাহত তনি এখন নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত রয়েছেন।