বিনোদন

নিয়মিত সিনেমায় কাজ করতে চাই : সাবিলা নূর

ছোটপর্দার পরিচিত মুখ সাবিলা নূর সম্প্রতি বড় পর্দায় অভিষেক করেছেন। তার প্রথম সিনেমা ‘তাণ্ডব’ যদিও আলোচনায় তেমন আলো ছড়াতে পারেনি তবে শাকিব খানের বিপরীতে অভিনয় করার কারণে সিনেমাটি কিছুটা হলেও নজর কাড়তে সক্ষম হয়েছে।

কুরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ এরপর সাবিলা প্রচারণায় বেশ ব্যস্ত ছিলেন। কিন্তু সিনেমার মুক্তির দু’মাস পরেও তার নতুন কোনও কাজের খবর পাওয়া যায়নি।  বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনে রয়েছেন। তবে এর মাঝেই তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন।

সাবিলা জানিয়েছেন, তিনি সিনেমার প্রতি গভীর আগ্রহ নিয়ে এই অঙ্গনে প্রবেশ করেছেন। "সিনেমা শিল্পী হিসেবে নিজেকে প্রমাণ করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম" বলেও মন্তব্য করেছেন তিনি। তার লক্ষ্য বছরে অন্তত দু’টি সিনেমায় কাজ করার।

বর্তমানে বাংলাদেশী সিনেমা ইন্ডাস্ট্রির প্রতি আশাবাদী সাবিলা মনে করেন, সিনেমার ক্ষেত্রে এখন অনেক ভালো সময় আসছে। দর্শকদের আগ্রহ ও ভিন্ন ধরনের গল্পের সিনেমার সম্ভাবনা নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। "আমি চাই সিনেমায় নিয়মিত কাজ করতে," জানিয়েছেন তিনি।

এছাড়া সাবিলা আরো বলেন, নাটকের তুলনায় সিনেমায় কাজ করার সুযোগ অনেক বেশি। কারণ সিনেমায় চরিত্র অনুযায়ী প্রস্তুতি নিতে অনেক সময় পাওয়া যায়, যা নাটকে সম্ভব নয়। "আমি সিনেমা শিল্পের প্রতি আশাবাদী এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে আরও ভালো সময় আসবে।"

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন