অপরাধ

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় ব্যবস্থা নিলো পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ আমলে নিয়ে চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে পুলিশের অসদাচরণের জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাহিনীটি। এ ঘটনায় ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারের পাশপাশি ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,  ‘‘আহমাদ ওয়াদুদের ফেসবুক স্ট্যাটাস মোহাম্মদপুর থানা পুলিশের সঙ্গে এক ঘণ্টাআমাদের দৃষ্টিগোচর হয়েছে। এতে বর্ণিত অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট চার পুলিশ সদস্যএসআই জসিম, এএসআই আনারুল, কনস্টেবল নুরুন্নবী ও কনস্টেবল মাজেদুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে ডিপিএস অফিসে সংযুক্ত করা হয়েছে।’’

পোস্টে বলা হয়, ‘পুলিশ সদস্যদের অসদাচরণের জন্য বাংলাদেশ পুলিশ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় জড়িত তিন জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে ছিনতাইয়ের শিকার হন এক সাংবাদিক। তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং কিছু টাকা ছিনতাই করে একদল সশস্ত্র দুর্বৃত্ত।

ঘটনার সময় তিনি চাপাতির আঘাতে আহত হন। এসময় তার স্ত্রী সঙ্গে থাকলেও দূরে থাকায় নিরাপদে ছিলেন। ঘটনার পাঁচ মিনিটের মধ্যে মোহাম্মাদপুর থানায় উপস্থিত হন উল্লেখ করে তিনি তার ফেসবুকে একটি পোস্ট করেন। এরপর মুহূর্তের মধ্যেই তার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন