জাতীয়

মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মাইলস্টোন স্কুল ও কলেজের আইমান (১০) নামে আরও এক শিক্ষার্থী মারা গেছে। 

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি থাকা ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

জাতীয় বার্নের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, শিশুটির শরীরে ৪৫ শতাংশ দগ্ধ ছিল। 

এখন পর্যন্ত জাতীয় বার্ন ও ঢাকা মেডিকেল বার্ন মিলে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল মাহিয়া ও  মাহতাব নামে আরও দুই শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন