জাতীয়

উত্তরায় বিমান বিধ্বস্ত

হতাহতের জন্য দেশের সব মসজিদে দোয়ার আয়োজন

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু প্রাণহানির ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এই শোকাবহ পরিস্থিতিতে দেশব্যাপী প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার জুমার নামাজের পর সব মসজিদে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া পরিচালনার জন্য ইমাম, খতিব ও মসজিদ কমিটিকে বিশেষভাবে উদ্যোগী হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বিমান দুর্ঘটনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের একটি নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।

বৈঠকে আরও তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারের প্রয়োজনীয় সহায়তার বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেবে।

এছাড়া নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়ার বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়েছে। এই সম্মাননার বিস্তারিত অতিদ্রুত নির্ধারণ করা হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন