মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরলো আরও এক প্রাণ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থী মাহিয়া (১৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়ালো ৩৪ জনে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মাহিয়া মারা যায়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশুটির শরীর ৫০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে জাতীয় বার্নে আরও ১২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঢাকা মেডিকেল বার্নেও একজন মারা যায়। এখন পর্যন্ত জাতীয় বার্ন ও ঢাকা মেডিকেল বার্ন মিলে ১৪ জনের মৃত্যু হয়েছে— বলেন আবাসিক সার্জন।
এর আগে দুপুরে মাহতাব নামে আরও এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আই/এ