মহাখালীতে বহুতল ভবন থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
রাজধানীর মহাখালীতে বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় একটি বহুতল ভবনের চতুর্থ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঘটে। নিহত ওই শিক্ষার্থী তাজনীন রাফা (১৫)। সে বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
তাজনীন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রংবলিয়া গ্রামের প্রবাসী আরিফ হোসেন টিটুর একমাত্র কন্যা। তিনি তার মা নূপুরের সঙ্গে মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় একটি মসজিদের কাছে ভাড়া বাসার চতুর্থ তলায় বসবাস করতেন।
বিষয়টি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তাজনীন রাফার মা নুপুর জানান, তার মেয়ে অত্যন্ত মেধাবী ছিল। তবে সম্প্রতি এক পরীক্ষায় কম নম্বর পাওয়ায় তাকে নিয়ে কিছু আলোচনা হয়। এরপর বুধবার বিকেল ৫টার দিকে দুশ্চিন্তা ও অভিমানে তাজনীন পরিবারের অজান্তে বাসার বারান্দা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ৮টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি বনানী থানার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
এসকে//