বিমান দুর্ঘটনায় ভুল তথ্য ছড়ানো বন্ধের আহ্বান শিক্ষিকার
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ভুল তথ্য ছড়ানো বন্ধের আহ্বান জানিয়েছেন শিক্ষিকা পূর্ণিমা দাস।
তিনি ফেসবুকে একটি আবেগঘন পোস্টে জানান, তিনি নিজেও দুর্ঘটনার সময় আগুনে আটকা পড়েছিলেন এবং ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে সবার কাছে অনুরোধ করেন।
পূর্ণিমা দাস লিখেন,“ভুল তথ্য ছড়াবেন না। মানুষের আবেগ নিয়ে খেলবেন না। আমি আগুনের মধ্যে আটকা পড়েছিলাম, আমি যা জানি তা সবার জানার চাইতে সঠিক।”
তিনি আরও বলেন,“মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। যারা হারিয়ে গেছেন, তাদের লাশ পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”
পূর্ণিমা দাস জানান, দুর্ঘটনার সময় অনেক বাচ্চা আহত হয় এবং কিছু বাচ্চার লাশ শনাক্ত করা যাচ্ছে না। তিনি সবাইকে সঠিক তথ্য ছড়ানোর আহ্বান জানান এবং নিহতদের জন্য প্রার্থনা করতে বলেন।
এসকে//