জাতীয়

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের অবস্থা সংকটাপন্ন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ৪৪ জন। এদের মধ্যে আইসিইউতে থাকা ৮ জনের অবস্থা সবচেয়ে বেশি গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দীন।

বুধবার (২৩ জুলাই) বিকেলে গণমাধ্যমকে তিনি জানান, ‘গুরুতর অবস্থায় থাকা এই ৮ জনের প্রত্যেকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। আরও ১৩ জন আছেন অপেক্ষাকৃত ভালো অবস্থানে, যাদের সিভিয়ার পর্যায়ে রাখা হয়েছে। বাকিদের অবস্থা মাঝারি মাত্রায়।’

তিনি জানান, এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে।

সিঙ্গাপুর থেকে আসা একজন বিশেষজ্ঞ চিকিৎসক আক্রান্তদের বিষয়ে সরাসরি খোঁজ নিয়েছেন জানিয়ে নাসির উদ্দীন বলেন, ‘আমরা প্রতিটি রোগীর ব্যাপারে তার মতামত নিচ্ছি। তবে কাউকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে কিনা, তা বোঝার জন্য আরও অন্তত ৪৮ ঘণ্টা সময় প্রয়োজন।’

চিকিৎসার অগ্রগতি নিয়ে তিনি বলেন, ‘প্রতিদিন ১২ ঘণ্টা পর পর সিনিয়র চিকিৎসকদের একটি দল বসে পরিস্থিতি মূল্যায়ন করছেন। পাশাপাশি প্রতি ঘণ্টায় রোগীদের অবস্থা অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।’

বিশ্বজুড়ে দগ্ধ রোগীদের চিকিৎসা পদ্ধতি একই রকম উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যেসব সিদ্ধান্ত নিচ্ছি তা কোনো ব্যক্তির একক মত নয়। দেশের বিশেষজ্ঞ টিম এবং সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকের যৌথ পরামর্শেই চিকিৎসা কার্যক্রম চলছে।’

সিঙ্গাপুরের চিকিৎসক কতদিন থাকবেন—এ বিষয়ে জানতে চাইলে পরিচালক জানান, বিদেশ থেকে আগত চিকিৎসক কতদিন থাকবে এ বিষয়ে তিনি কোনো কিছু জানাননি। তিনি যতদিন প্রয়োজন মনে করবেন ততদিন আমাদের সঙ্গে থাকবেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন