চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
ঢাকার ডেমরা এলাকায় চুরির অভিযোগে এক অজ্ঞাতপরিচয় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাকন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় যুবকটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জানা গেছে, নির্মাণাধীন একটি ভবনে মোবাইল চুরির উদ্দেশ্যে ঢোকার সময় তিনি ধরা পড়েন। এরপর স্থানীয়দের গণপিটুনির শিকার হন তিনি।
এসআই কাকন মিয়া আরও জানান, নিহত যুবকের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ বর্তমানে ঢামেক মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।
এমএ//