বিনোদন

শিক্ষার্থীদের এমন মৃত্যু মেনে নিতে পারছি না : দিলারা জামান

কষ্ট আর শোকের সাগরে ডুবে আছেন ঢাকার খ্যাতনামা অভিনেত্রী দিলারা জামান। সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য শোক প্রকাশ করেছেন তিনি। 

গণমাধ্যমে এক সাক্ষাৎকারে দিলারা জামান জানান, এই দুর্ঘটনায় তিনি নিজেও গভীরভাবে ব্যথিত। কান্না থামাতে পারছেন না এবং দুর্ঘটনার ছবি ও ভিডিও দেখতে পারছেন না। দীর্ঘ ২৬ বছর শিক্ষকতা করেছি। একজন শিক্ষক হিসেবে আমি জানি শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। তাদের এমন মৃত্যুর খবর আমার হৃদয়ে তীব্র যন্ত্রণা সৃষ্টি করেছে। বিশেষ করে এক শিক্ষিকা যেভাবে বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারালেন, সেটি আমার কাছে অত্যন্ত বেদনা দায়ক।

তিনি আরও জানান, মাইলস্টোন স্কুলের পাশে দিয়েই তার যাতায়াত ছিল। এই এলাকায় হাঁটতে গিয়ে তিনি দেখতেন শিক্ষার্থীরা প্রাণবন্ত ছিল, কিন্তু দুর্ঘটনার পরপরই পুরো পরিবেশ কেমন যেন থমকে গেছে। "আমার মেয়ে কানাডা থেকে দেশে এসে বলল, আম্মা, তুমি একটু বাইরে যাও। এরপর আমি ১২ নম্বর সেক্টরের পার্কে গিয়ে কিছু সময় কাটিয়েছি। সেখানেও সবাই মাইলস্টোনের দুর্ঘটনা নিয়ে শোকাহত ছিল।

দিলারা জামান তার শিক্ষকতার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, আমি ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্কুলে বাংলা পড়াতাম। আমার অনেক ছাত্র আজ সারা বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত। তাই যখন দেখি এমন একটি দুর্ঘটনায় শিশুদের প্রাণ ঝরে গেল, তখন পুরো শিক্ষা সম্প্রদায়ের জন্য এটি এক ধরনের বেদনা হয়ে দাঁড়িয়েছে।

মাইলস্টোনের সামনে দিয়ে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে দিলারা জামান বলেন, "স্কুলের ভবনটি সুন্দর ছিল, কিন্তু এখন পুরো পরিবেশে এক ধরনের নীরবতা বিরাজ করছে। আর এমন দৃশ্য আমার কাছে অত্যন্ত কষ্টকর।

উল্লেখ্য, দিলারা জামান শিক্ষকতা ছেড়ে দীর্ঘ সময় ধরে অভিনয়ে সফল ক্যারিয়ার গড়ে তুলেছেন। তবে, তার অন্তরে এখনও শিক্ষকের প্রতি এক অদৃশ্য ভালোবাসা রয়েছে। "শিক্ষকরা কখনও নিজের ভালোবাসা দেখান, কখনও আত্মত্যাগ করে শিক্ষার্থীদের জন্য। ওই শিক্ষিকার মৃত্যুর পর তা আরও বেশি অনুভব করছি," মন্তব্য করেন তিনি।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন