দেশজুড়ে

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৪

ছবি: সংগৃহীত

দেশে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। গেল ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৪৪ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২২ জুলাই) প্রকাশিত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে। 

অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৬৫ জনে পৌঁছেছে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২৬ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩৩২ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ৯৫২ জনই ঢাকার বাইরে ভর্তি। 

অধিদপ্তর আরও জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৬৬২ জন রোগী। তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ এবং মৃত্যুর সংখ্যা ছিল ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১,৭০৫ জনের মৃত্যু হয়। সে বছরই সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন