বিমান দুর্ঘটনা
ধ্বংসস্তূপ থেকে আরও এক মরদেহ উদ্ধার, বাড়লো নিহতের সংখ্যা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাড়ালো ২০ জনে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৭১ জন।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এরআগে সোমবার দুপুর সোয়া ১টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘হায়দার আলী’ নামের দোতলা ভবনে বিমানটি আঁছড়ে পরে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করেন।
আইএসপিআর জানায়, দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।
আই/এ