জাতীয়

বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া বিমানবাহিনীর যুদ্ধবিমান উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে। এ ঘটনায় ২০ জন নিহত ও ১৬৪জন আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

এর আগে আইএসপিআর জানায়, এ দুর্ঘটনার পরে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিমানবাহিনী।

বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনা মোকাবেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।

দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী ও বিজিবি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন