পূর্বশত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম
ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জের ধরে দুই যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহতরা বর্তমানে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৪জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের স্বজনেরা।
রবিবার (২০ জুলাই) রাত দেড়টার দিকে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিঞা। এর আগে গত ১৯ জুলাই রাতে সাভারের বিরুলিয়ার ইউনিয়নের খাগান এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আজগরা এলাকার মো. ফজল আলী শেখের ছেলে মোঃ শরীফুল ইসলাম (২৪) ও তার বন্ধু মোঃ রবিউল ইসলাম রবিন (২৫)।
অভিযুক্তরা হলেন- সাভারের চাপাইন এলাকার সরাফাত আলীর ছেলে সুজন সিকদার (৩২), বিরুলিয়ার সামাইর গ্রামের মৃত রুস্তম শিরালীর ছেলে আমির শিরালী (৬২), কাকাব এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে শাহিনুর রহমান শাহিন (৫৮), নাইরাদি এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ তুহিন আহম্মেদ (৩২), ঋষিপাড়া এলাকার এনায়েত উল্লাহ ওরফে ফটিকসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার একটি চায়ের দোকানে বসে রাত সাড়ে ৮ টার দিকে চা পান করছিলেন ভুক্তভোগী শরীফুল ইসলাম ও তার বন্ধু মোঃ রবিউল ইসলাম। এসময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মোটরসাইকেলে করে ঘটনাস্থলে গিয়ে কিছু বুঝে ওঠার আগেই শরীফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এসময় রবিউল ইসলাম বন্ধু শরীফুলকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।
এ ব্যাপারে, আহত শরীফুলের পিতা ফজর আলী শেখ বলেন, আমার ছেলে একজন নিরীহ রাজমিস্ত্রী সে কোন কোন্দলে নেই। কিন্তু আমার ছেলেকে কোন দোষে এভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে? ছাত্রদল নেতা সুজনের নেতৃত্বে তার লোকজন আমার ছেলে ও তার বন্ধুকে কুপিয়েছে এখন আমার ছেলে আইসিইউতে ভর্তি সে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আমি এর বিচার চাই।