বিনোদন

সালমানের মাথায় লাল দাগ: নেটদুনিয়ায় নতুন ট্রেন্ডের রহস্য !

বলিউডের ভাইজান সালমান খান গেল কয়েক দিন ধরে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া তার কিছু ছবিতে দেখা যাচ্ছে, সালমানের মাথার ওপর লাল দাগ আঁকা রয়েছে। এই ছবিগুলোর সঙ্গে বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর ছবি যুক্ত করা হয়েছে, যেমন ক্যাটরিনা কাইফ, ঐশ্বরিয়া রাই, সংগীতা বিজলানি, এবং জ্যাকুলিন ফার্নান্ডেজ। 

নেটিজেনরা মজা করে এসব ছবির ওপর লাল দাগ আঁকেন এবং প্রতিটি ছবির ওপর একটি বিশেষ অর্থ দেয়, যেখানে দাগগুলো সাবেক প্রেমিকাদের ছবির ওপর আঁকা হয়েছে। আর সালমান খানকে নিয়েও এই ট্রেন্ড শুরু হয়েছে যেখানে তার ছবির ওপরও লাল দাগ আঁকিয়ে সাবেক প্রেমিকার সঙ্গে সম্পর্কের চিহ্ন বোঝানো হচ্ছে।

এটি রহস্যময় হলেও পরবর্তীতে জানা যায় এর পেছনে রয়েছে একটি কোরিয়ান ওয়েব সিরিজের প্রভাব। ‘এস লাইন’ নামের এই সিরিজটি কোমাবি নির্মিত "ডেথ ট্রিলজি"-এর তৃতীয় পর্ব। এর আগের দুটি সিরিজ ছিল ‘আ কিলার প্যারাডক্স’ এবং ‘আনরিজলভড’।

‘এস লাইন’ সিরিজের গল্পে একটি রহস্যময় তরুণী রয়েছে, যার বিশেষ ক্ষমতার মাধ্যমে কেউ দেখতে পারে, কার মাথার ওপর লাল রেখা আছে। এই লাল রেখাটি নির্দেশ করে, যে ব্যক্তি কার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে।সিরিজটির থ্রিলারধর্মী কাহিনী এবং সামাজিক অবস্থান নিয়ে গড়ে ওঠা উত্তেজনার প্রভাবে নেটিজেনরা ‘এস লাইন’ সিরিজের ধারণা অনুসরণ করে তাদের পুরনো প্রেমিক বা সম্পর্কের ছবিতে লাল দাগ আঁকছে।

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন