ঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মমতাজ বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী দুই সন্তানের জননী বলে জানা গেছে।
রোববার (২০ জুলাই) ভোরে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙামোড় গ্রামে এ ঘটনা ঘতে। আজ সন্ধ্যায় ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে গ্রাম পুলিশ আক্কাছ আলীর স্ত্রী রাতের খাবার খেয়ে স্বামী আগে ঘুমিয়ে পড়েন। এ সময় তার স্বামী ঘুমন্ত স্ত্রীকে ডাক দেয়। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পড়ে আবার দুজনে রাতে এক সাথে ঘুমিয়ে পড়েন।
আজ ফজরের নামাজের আযান হলে আক্কাস আলী ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গরু বাহিরে করে খড়ের গাদায় বাঁধে। এরপর তার তিনি স্ত্রী কোথায় খোজাখুজি করে। এক পর্যায়ে বাড়ীর অন্য ঘরে গিয়ে দেখতে পায় তার স্ত্রী বাঁশের ধরনার সাথে কাপড় নেড়ে দেওয়া প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁসিতে ঝুলছে।
এ সময় আক্কাস আলীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা ফুলবাড়ী থানায় খবর দিলে সকাল সাড়ে ১১ টার দিকে ফুলবাড়ী থানার এসআই মনজুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
আই/এ