আবহাওয়া

আসছে লঘুচাপ, নতুন করে ভিজবে বাংলাদেশ

আকাশ যেন কিছুটা থেমে গিয়েছিল, বিরতির পর আবার শুরু হলো তার অশ্রুপাত। টানা বৃষ্টির পর খানিকটা বিরাম মিলেছিল তাপদাহে, তবে ফের ঘনিয়ে আসছে ঘন মেঘের ছায়া। রোববার (২০ জুলাই) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে পারে একটি লঘুচাপ—যা নতুন করে বর্ষণের ডাকে সাড়া দেবে পুরো দেশজুড়ে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১১৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে সিলেটে। এছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৪ মিলিমিটার, চট্টগ্রামে ৪৮, মোংলায় ৪২, রাঙামাটিতে ৩৯ ও নিকলিতে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির এই ধারা আগামী পাঁচ দিন পর্যন্ত চলমান থাকতে পারে, বিশেষ করে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, ভারতের উত্তর-পশ্চিম রাজস্থান অঞ্চলে থাকা নিম্নচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষরেখার সঙ্গে মিশে গেছে। এখন মৌসুমি বায়ুর অক্ষের বিস্তার রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত গিয়ে ঠেকেছে। সেই অক্ষের একটি অংশ উত্তর বঙ্গোপসাগরেও বিস্তৃত, যেখানে বৃহস্পতিবারের (২৪ জুলাই) মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই প্রেক্ষাপটে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

বিশেষ করে সোমবার (২১ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামে অনেক স্থানে এবং খুলনা-বরিশালের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কিছু অঞ্চলে ভারি বৃষ্টির সতর্কতাও রয়েছে।

মঙ্গলবার ও বুধবার (২২-২৩ জুলাই)—এই দুই দিনেও রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আছে। মঙ্গলবার দিনে কিছুটা গরম বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা থাকবে প্রায় একইরকম। বুধবার তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।

বৃহস্পতিবার (২৪ জুলাই) পর্যন্ত একই ধারা বজায় থাকবে—বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণ। তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিস্তৃতভাবে বৃষ্টি হতে পারে। এদিন দেশের কিছু এলাকায় অতি ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, আর রাতের তাপমাত্রা আরও খানিকটা হ্রাস পেতে পারে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন