মদ্যপ অবস্থায় উবার চালককে মারধরের ঘটনায় নোবেল আটক
কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে মদ্যপ অবস্থায় এক উবার চালককে মারধর করার অভিযোগে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর মডেল থানা নিয়ে আসা হয় তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় যাচ্ছিলেন। তার সাথে ছিলেন স্ত্রী সালসাবিল মাহমুদ। গন্তব্যে পৌঁছানোর পর নোবেল গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান এবং শুরু করেন গালাগালি ও উদ্ভট কথাবার্তা। এই পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করেন উবার চালক আকবর হোসেন। কিন্তু নোবেল উত্তেজিত হয়ে চালককে মারধর করেন। এরপর ঘটনা দেখে আশপাশের লোকজন সেখানে জড়ো হন এবং নোবেল জনতার তোপের মুখে পড়েন। পরে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নোবেলকে আটক করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান জানান, নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, এর আগে ২৪ জুন নারী নির্যাতন মামলায় নোবেল জামিন পান। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহমুব তাকে জামিন প্রদান করেন। জামিন শুনানির সময় তার স্ত্রীর পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় আদালত তাকে জামিন মঞ্জুর করে। তাছাড়া নারী নির্যাতন মামলায়ও এর আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
এসকে//