আন্তর্জাতিক

পাক-ভারত সংঘাত নিয়ে ট্রাম্পের চাঞ্চল্যকর তথ্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গেলো এপ্রিলে সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। কয়েকদিন ধরে চলা ওই সংঘাতে পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। এমন তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গেলো শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে নৈশভোজে এমন মন্তব্য করেছেন ট্রাম্প। তবে এসব যুদ্ধবিমান কোন পক্ষের- ভারত না পাকিস্তান- সে ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট কিছুই বলেননি।

এর আগে, সংঘাত চলাকালে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। অন্যদিকে, ভারতও পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে। তবে চিরপ্রতিদ্বন্দী ইসলামাবাদ ও নয়া দিল্লি একে অপরের দাবি নাকচ করে দেয়। 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন