গোপালগঞ্জে আবারও কারফিউর সময় বাড়লো
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউর সময় আবারও বাড়ানো হয়েছে। আজ সন্ধ্যা ৬ টা থেকে আগামীকাল সকাল ৬ টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে।
শুক্রবার (১৮ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় গোপালগঞ্জ জেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার জেলায় কারফিউর সময় বাড়ানো হয়। ওইদিন সন্ধ্যা ৬টা থেকে আজ শুক্রবার দুপুর ১১টা পর্যন্ত জেলায় কারফিউ চলে। এরপর দুপুর ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। তারপর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ চলার কথা বলা হলেও আজ সন্ধ্যা ছয়টা থেকে নতুন করে কারফিউর সময় নির্ধারণ করা হয়।
এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'জুলাই পদযাত্রা' ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মুকসুদপুরে ৬৭ জন ও কাশিয়ানীতে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
আই/এ