জাতীয়

জুলাই স্মরণে ম্যারাথন : দৌড়ালেন আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করেছে একটি প্রতীকী ম্যারাথন। এই বিশেষ উদ্যোগে অংশগ্রহণ করেন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদসহ অন্যান্য দৌড়বিদরা।

শুক্রবার (১৮ জুলাই) ফেসবুকে এক পোস্টে আসিফ মাহমুদ তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। 

আসিফ মাহমুদ জানান, এই ম্যারাথন শুধু শারীরিক দৌড় নয় এটি গণঅভ্যুত্থানের ইতিহাস এবং ছাত্র-জনতার সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি আরও জানান, এ ধরনের আয়োজন আমাদের একতাবদ্ধ এবং জাতীয় ইতিহাসের প্রতি সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভবিষ্যতে এই ধরনের আরও আয়োজন তরুণ সমাজকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখবে।

এদিন সকাল ৭টা থেকে রাজধানী ঢাকার শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে শুরু হয় ম্যারাথনটি। এতে বিভিন্ন বয়সের দৌড়বিদরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং একযোগভাবে দৌড় শুরু করেন। অংশগ্রহণকারীরা শুধু শারীরিক প্রতিযোগিতা নয় একে অপরকে উৎসাহিত করেও এই স্মরণীয় দিনে অংশগ্রহণ করেন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন