চুরি করতে গিয়ে ভারতীয় নারী আটক
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে একটি স্টোর থেকে প্রায় এক হাজার ৩০০ ডলারের পণ্য চুরি করতে গিয়ে ভারতীয় এক নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী সম্প্রতি যুক্তরাষ্ট্রে বেড়াতে এসে টার্গেট স্টোরে প্রায় সাত ঘণ্টা ঘোরাঘুরি করেন। পুলিশের সন্দেহ হলে খবর দেওয়া হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, নারী পণ্য তুলছিলেন, ফোনে দেখছিলেন এবং কোনও পেমেন্ট না করেই দোকান থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর, অভিযুক্ত নারী পণ্যগুলোর দাম পরিশোধের প্রস্তাব দেন এবং বলেন, "আমি দুঃখিত, আমি বিরক্ত করেছি, আমি এখানে থাকব না, আমি এই দেশের মানুষ নই।" এক পুলিশ কর্মকর্তা তাকে প্রশ্ন করেন, "ভারতে কি চুরি করা বৈধ?" এরপর, কাগজপত্র প্রক্রিয়া শেষে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নারীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং আনুষ্ঠানিক গ্রেপ্তারের প্রস্তুতি চলছে।
এদিকে এ ঘটনায় মার্কিন দূতাবাস ভারতীয় নাগরিকদের জন্য একটি ভিসা সতর্কতা জারি করেছে, যেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে হামলা, চুরি বা ছিনতাইয়ের মতো অপরাধ করলে ভিসা বাতিল করা হতে পারে।
এসকে//