শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার
রাজধানীর শ্যামলীতে দেশীয় অস্ত্রের মুখে শিমিয়ন ত্রিপুরা (৩০) নামে এক যুবকের জামা-জুতাসহ সর্বস্ব ছিনিয়ে নেয়ার ঘটনায় আরও দুই জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, আল আমিন ও আসলাম। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা তিনজন। এর আগে কবির নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি তেজগাঁও বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁন।
ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আসলাম ও আল আমিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আর কবির এই ছিনতাইকারী গ্রুপের ‘অন্যতম নেতা’। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি উদ্ধার করা হয়েছে।
রাকিব খাঁন বলেন, “গ্রেপ্তার তিনজনই জহির গ্রুপের সদস্য। জহির ছিনতাইয়ের জন্য মোটরসাইকেল ও চাপাতি ভাড়া দেয়। গ্রেপ্তার আসলাম ও আল আমিনের লিডার কবির। তারা যা ছিনতাই করতো সেসব মালামাল এনে কবির ও জহিরের কাছে জমা দিত।”
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরা ধামরাইয়ে এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, থাকেন শ্যামলীতে। ঘটনার দিন সকালে কর্মস্থলে যাওয়ার জন্য শ্যামলীর বাসা থেকে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হন তিনি।
এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
আই/এ