প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, এক কিশোরী ও দু’নারীকে হত্যা
বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক যুবক ঘরে ঢুকে ১৩ বছর বয়সী কিশোরীসহ দুই নারীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। বুধবার (১৬ জুলাই) রাতে সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকায় মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী লাইলী বেওয়া (৭০) ও তার ছেলে পারভেজের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২২)। আর আহত স্কুলছাত্রী আব্দুল কুদ্দুসের অপর ছেলে বুলবুলের মেয়ে বন্যা (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বন্যাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন একই এলাকার যুবক সৈকত। বন্যা তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় সৈকত তাকে স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত করতে থাকে। এই ঘটনায় কয়েক দফা সালিশ বৈঠকও হয়েছিল। তবে তাতে কোনও সমাধান আসেনি। বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সৈকত বাড়িতে ঢুকে বন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
এ সময় তাকে বাঁচাতে তার দাদি লাইলী ও চাচি হাবিবা এগিয়ে আসলে সৈকত তাদেরকেও হত্যা করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা লাইলী বেওয়া ও হাবিবা ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বন্যা বর্তমানে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের পিছনে মূল কারণ ছিল প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান। অভিযুক্ত সৈকতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসকে//