আ.লীগের রাজনৈতিক তৎপরতা দেখলে ব্যবস্থা নেওয়া হবে: আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
তিনি জানান, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা হয়েছে। দলটির বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
পুলিশ প্রশাসন প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, বর্তমানে যে পুলিশ বাহিনী নিয়ে কাজ করতে হচ্ছে, তাদের নিয়োগই দিয়েছে আগের সরকার। ফলে তাদের শতভাগ নিরপেক্ষভাবে কাজ করবে এমনটা ধরে নেওয়ার সুযোগ নেই। তবে সরকার মব বা বিশৃঙ্খল জনতার বিপক্ষে স্পষ্ট অবস্থানে রয়েছে।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা আমাদের ধ্বংস্তূপে রেখে গেছেন। সেখান থেকেই আমাদের ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে হচ্ছে। আমরা সবার কথা শুনে ধাপে ধাপে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই।’
এ সময় তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ ও পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
এমএ//