দেশজুড়ে

সোহাগ হত্যাকাণ্ড: পাথর নিক্ষেপকারী রিজওয়ান গ্রেপ্তার

মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে সংঘটিত ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে জড়িত আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পটুয়াখালী থেকে ধরা হয়েছে পাথর নিক্ষেপকারী মো. রিজওয়ান উদ্দিন অভিকে।

বুধবার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। এই মামলায় এখন পর্যন্ত মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গেল সপ্তাহে মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয় সোহাগকে। তাকে পরিকল্পিতভাবে ডেকে এনে নির্মমভাবে পেটানো হয়। মাথা ও শরীরজুড়ে ইট-পাথরের আঘাতে তার মৃত্যু হয়। এমনকি তাকে বিবস্ত্র করে তার শরীরের ওপর লাফানোর মতো বীভৎসতা চলেছে প্রকাশ্যে।

ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ, মামলার এজাহার, নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং তদন্ত–সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্ণনায় হত্যাকাণ্ডের এমন বিবরণ উঠে এসেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন