সোহাগ হত্যায় রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই: ডিএমপি কমিশনার
সম্প্রতি রাজধানীর মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে হত্যা এবং মরদেহের ওপর বর্বরতার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হত্যার সেই মর্মান্তিক দৃশ্য ধরা পড়ে ভিডিওতে, যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে হত্যাকাণ্ডে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (১৬ জুলাই) ডিএমপি সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ঘটনার পর অভিযুক্তরা স্থানীয়ভাবে এক ধরনের উত্তেজিত জনতা বা মব তৈরির চেষ্টা করেছিল। বিষয়টি আঁচ করতে পেরে পুলিশ দ্রুত অভিযান চালায় এবং সেখান থেকেই মহিন ও রবিন নামে দুজনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।”
তিনি আরও বলেন, “গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কারও রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে এই হত্যাকাণ্ডে সরাসরি রাজনৈতিক কোনো সংযোগ আমরা পাইনি।”
প্রসঙ্গত, গত ৯ জুলাই সোহাগকে মিটফোর্ড হাসপাতাল এলাকায় প্রকাশ্যে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরদিন তার বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
এসি//