বিনোদন

কোরিয়ো অভিনেত্রী সিউ-হা মারা গেছে

ছবি: সংগৃহীত

কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী কং সিউ-হা। দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছিলেন তিনি। সোমবার (১৪ জুলাই) শেষ পর্যন্ত ৩১ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু ঘটে। 

এক যুগের ক্যারিয়ারে কং সিউ-হা বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন ড্রামাতে অভিনয় করেছিলেন। তার মধ্যে-‘স্কুলগার্ল ডিটেকটিভ’, ‘ফ্লাওয়ারস অব দ্য প্রিজন’ এবং ‘হার্ট সার্জনস’। ২০১২ সালে ব্রেভ গায়েজের ‘গেটিং ফারদার আওয়ে’ মিউজিক ভিডিওর মাধ্যমে তার শোবিজে অভিষেক ঘটে। এরপরই তিনি জনপ্রিয়তা অর্জন করে নিজের জায়গা তৈরি করে নেয় শোবিজ অঙ্গনে।  

সহশিল্পী এবং নির্মাতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। 

উল্লেখ্য, ‘মাংনায়েন’ নামে তার শেষ সিনেমা এখনও মুক্তি পায়নি।  তার এই শেষ বিদায় হিসেবে সিউল সেন্ট মেরিস হাসপাতালে শোকস্তম্ভ স্থাপন করা হয়েছে।  বুধবার (১৬ জুলাই) তার শেষকৃত্যের শোভাযাত্রা শুরু হবে। সিউ-হাকে গিয়ংনাম প্রদেশের হামান এলাকায় সমাহিত করা হবে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন