আন্তর্জাতিক

মেলানিয়ার কাছেই প্রথম ফাঁস হয়েছিল পুতিনের ভুয়া মুখোশ: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিশ্রুতির ভেতরের ফাঁকি প্রথম ধরতে পেরেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আর সেই সতর্কতা পেয়েই ধীরে ধীরে বদলে যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি- এমনটাই জানিয়েছেন তিনি নিজেই।

সোমবার (১৪ জুলাই) হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

তিনি বলেন, পুতিনের সঙ্গে আলাপ শেষে বাড়ি ফিরে যখন মেলানিয়াকে বলতেন সব কিছু ইতিবাচক, তখনই তিনি জানাতেন—বাস্তবে ঘটছে ঠিক তার উল্টোটা।

ট্রাম্প বলেন, আমি বলতাম, ‘আজ ভ্লাদিমিরের সঙ্গে চমৎকার কথা হয়েছে। মনে হচ্ছে যুদ্ধ শেষের পথে। তখন মেলানিয়া বলেছিলেন, আসলে আরেকটি শহর বোমাবর্ষণের মুখে পড়েছে।’

তিনি আরও স্মরণ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে বলতাম, ‘পুতিনের সঙ্গে আমাদের আলাপ অনেক ভালো হয়েছে, মনে হয় শান্তি নিকটবর্তী। কিন্তু মেলানিয়া আমাকে জানাতেন, ‘দেখো, আরেকটি নার্সিং হোমে হামলা হয়েছে। এরপর টিভি চালিয়ে দেখতাম—ফার্স্ট লেডির কথাই সত্যি।’

ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন এক সময়, যখন ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। পুতিনের সঙ্গে একাধিক আলোচনার পরও শান্তির বদলে আরও রক্তপাত দেখে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। বলেন, “আমি পুতিনের ওপর খুশি না, কারণ সে অনেক মানুষকে হত্যা করছে।”

এই অবস্থায় ট্রাম্প জানান, তিনি ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেয়ার বিষয়টি বিবেচনা করছেন, যেন দেশটি রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আর বলেন, তিনি ন্যাটোর সদস্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রিতে সম্মতি দিয়েছেন।  ৫০ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে যদি পুতিনের কোনো শান্তিচুক্তি না হয়, তাহলে রাশিয়ার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র।

এদিকে ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, ‘এবার ইউরোপীয় দেশগুলো ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছে। জার্মানি, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস ও কানাডা—সবাই এই উদ্যোগে যুক্ত হতে চায়।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন