শ্যামলীতে ছিনতাই, গ্রেপ্তার ১
রাজধানীর শ্যামলীতে ধারালো অস্ত্রের মুখে শিমিয়ন ত্রিপুরা (৩০) নামে এক যুবকের জামা-জুতাসহ সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময়ে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম কবির (৩০)।
সোমবার (১৪ জুলাই) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কবির উদ্ধার মোটরসাইকেলটির মালিক। তিনি ছিনতাইয়ের জন্য মোটরসাইকেল ভাড়া দেন। তার নামে ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। তবে কবির এ ছিনতাইয়ে জড়িত কিনা, সেটা নিয়ে তদন্ত চলছে।
ওসি আরও বলেন, গ্রেফতার কবিরকে আজ আদালতের মাধ্যমে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে ছড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত শুক্রবার (১১ জুলাই) সকালে শ্যামলী ২ নম্বর রোডে শিমিয়ন ত্রিপুরা নামে এক যুবক অফিসে যাওয়ার সময় মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী দেশীয় অস্ত্র ঠেকিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ, টাকা, মোবাইল, এমনকি তার শরীরের জামা ও জুতা ছিনিয়ে নিয়ে যায়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আই/এ