ক্যাম্পাস

ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, ফেসবুকে ক্ষমাপ্রার্থনার পোস্ট !

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সঞ্জু বাড়াইক (২৮)। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত সঞ্জুর বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমু  চা বাগান এলাকায়। তার বাবার নাম মনিরুদ বাড়াইক। বিষয়টি গণমাধ্যমকে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন। 

জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস জানান, সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হল চত্বরের পাশে রক্তাক্ত অবস্থায় সঞ্জুকে পড়ে থাকতে দেখা যায়। পরে সহপাঠী ও হল কর্মচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে হলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সঞ্জু ভবনের ওপর থেকে নিচে পড়ে যান। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা হয়নি।

ঘটনার আগে নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সঞ্জু। সেখানে তিনি লেখেন - আমি আমার ভুল বুঝতে পেরেছি। দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি, উল্টো মানুষকে দোষারোপ করেছি। এটা একদম ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি। আমার কারণে কারও কোনও ক্ষতি হয়ে থাকলে তার দায় আমার একান্ত নিজের।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন