জাতীয়

চিহ্নিত অপরাধী ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে এখন থেকেই শুরু হবে বিশেষ অভিযান, প্রয়োজনে চালানো হবে চিরুনি তল্লাশি। বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১১তম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ডে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে মামলাটি ট্রাইব্যুনালে পাঠানোর প্রক্রিয়া চলছে। খুলনায় আরেকটি হত্যার ঘটনায় একজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘সরকারের অবস্থান স্পষ্ট। অপরাধী যেই হোক না কেন, ছাড় পাবে না। রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো প্রভাব অপরাধীর দায় এড়াতে সাহায্য করবে না।‘ পুলিশও কাউকে কোনো রকম আশ্রয়-প্রশ্রয় দেবে না বলে জানান তিনি।

অপরাধ দমনে চলমান তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, খুন, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক পাচার, নারী নির্যাতনসহ নানা ধরনের অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রয়োজন দেখা দিলে দেশের যেকোনো জায়গায় পরিচালনা করা হবে চিরুনি অভিযান।

এ কাজে জনগণের সক্রিয় সহযোগিতা চেয়ে তিনি বলেন, জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং থাকবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন