আন্তর্জাতিক

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলায় শিশুসহ ২২ নিহত

মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি বৌদ্ধমঠে বিমান হামলায় শিশুসহ ২০ জনেরও বেশি বেসামরিক লোক মারা গেছেন।

শনিবার (১২ জুলাই) বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জান্তা-বিরোধী যোদ্ধা জানিয়েছেন, শুক্রবার রাত ১টার দিকে লিনতালু গ্রামে এই হামলা হয়েছে। সেখানে বাস্তুচ্যুত মানুষরা বসবাস করেন। বিমান হামলাটি মঠের হলরুমে আঘাত হানে। এতে ২২ জন নিহতহ য়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশুও আছ।

 

এসি//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন