আবারও আলোচনায় বসতে ইরানকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র
পরমাণু কর্মসূচি নিয়ে আবারও আলোচনায় বসতে ইরানকে বার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর এক জেষ্ঠ্য উপদেষ্টা। ইরানি প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা পাওয়ার কথা স্বীকার করে আলী লারিজানি বলেন, যুদ্ধের পর যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না। তবুও আলোচনায় বসা যায় কিনা সে বিষয়টি তেহরান পর্যালোচনা করছে।
এর আগে, বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, মর্যাদা ও পারস্পারিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে আন্তরিক। কিন্তু যুক্তরাষ্ট্রকে আগে তাদের আচরণ বদলাতে হবে।
এনএস/