বাংলাদেশ

মা-বাবার পর শিশু রাফিয়ার মৃত্যু, শেষ হলো পুরো পরিবার

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ সাড়ে তিন বছরের শিশু  রাফিয়া মারা গেছে। শনিবার (১২ জুলাই) ভোরে না ফেরার দেশে চলে গেছে সে। ভোর সাড়ে তিনটার দিকে ইনস্টিটিউটের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করে রাফিয়া। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। 

বুধবার (৯ জুলাই) গভীর রাতে  যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে রাফিয়াদের বাসায় বিস্ফোরণ ঘটে।

ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনায় রাফিয়ার মা ইতি বেগম (৪৫ শতাংশ দগ্ধ) এবং বাবা মো. রিপন (৭০ শতাংশ দগ্ধ) হয়েছিলেন। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে তারা এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা যায়, ওই রাতে মশার কয়েল জ্বালানোর সময় গ্যাস লিকেজের কারণে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা দগ্ধ তিনজনকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুইদিনের ব্যবধানে মারা গেল বাবা-মা এবং শিশু সন্তানসহ একই পরিবারের তিনজন। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন