ভারত থেকে এলো দুই ট্রাক কাঁচা মরিচ
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এদিকে দাম বেড়ে ঢাকায় ৩০০ টাকা এবং দিনাজপুরে ১৫০ টাকা কেজিতে বর্তমানে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে হিলি স্থলবন্দরে ভারত থেকে কাঁচা মরিচ নিয়ে দুটি ট্রাক প্রবেশ করেছে। স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গঙ্গেশ্বরি ইন্টারন্যাশনাল নামের একটি ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান ঝাড়খান্ড রাজ্য থেকে ১০ টনের বেশি কাঁচা মরিচ বাংলাদেশে রপ্তানি করেছে। আর পণ্যটির বাংলাদেশি আমদানিকারক হিলি বন্দরের এনপি ইন্টারন্যাশনাল।
সাখাওয়াত হোসেন শিল্পী জানান, চলতি বর্ষা মৌসুমে দেশে অতিবৃষ্টি এবং বন্যার কারণে মরিচ ক্ষেত নষ্টের কারণে সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে দাম নিয়ন্ত্রণহীণ হয়ে পড়েছে। তাই ব্যবসায়ীরা ভারত থেকে আমদানি শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে আমদানি শুরু হবে। এতে দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন তারা।
প্রসঙ্গত, গত বছরের ১৫ নভেম্বর এই বন্দর দিয়ে সর্বশেষ কাঁচা মরিচ আমদানি করা হয়েছিল। দেশি কাঁচা মরিচ বাজারে ওঠায় ওই সময়ে দাম কমে যাওয়ায় আমদানি বন্ধ করা হয়।
আই/এ