দেশজুড়ে

চারদিন ধরে সাগরে ভাসছিলেন ১২ জেলে, উদ্ধার ৯

মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার ডুবে ১২ জেলে চারদিন ধরে সাগরে ভাসছিলেন। পরে ৯ জেলেকে উদ্ধার করে আর একটি মাছ ধরা ট্রলার। উদ্ধারকৃত জেলেদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। এ ঘটনায় এখনওনিখোঁজ আছেন ৩ জেলে।

বৃহস্পতিবার (১০ জুলাই)  সকালে পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে স্থানীয় এক মাছ ধরার ট্রলারের জেলেরা তাদেরকে উদ্ধার করে রাঙ্গাবালী নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ  শহিদুল ইসলাম বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ৫ জুলাই (রবিবার) এফবি সাইকূলনামের একটি ট্রলারে করে ১২ জন জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। পরদিন সকালে পায়রা বন্দরের শেষ বয়ার কাছে ভয়াবহ ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি  উল্টে গিয়ে ডুবে যায়। এরপর থেকে তারা নিখোঁজ থাকেন।

জেলেরা আরও জানান, ডুবে যাওয়ার পরে ১২ জন জেলে আমরা একসাথে থাকার চেষ্টা করি বয়া পট রিং  ধরে কিছু না খেয়ে শুধু লবনপানি খেয়ে সাতার কেটে এক সাথেই ছিলাম ঢেউ এর কারনে তিনজন হারিয়ে যায়, ভাসতে ভাসতে সোনার চর এর কাছাকাছি আসলে সেখানকার জেলেরা  আমাদের ৯ জন জীবিত উদ্ধার করা হলেও, এখনো নিখোঁজ ৩ জন  এর খোজ  পাওয়া যায়নি ।

রাঙ্গাবালী নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ  শহিদুল ইসলাম জানান,  স্থানীয় জেলেরা সাগর থেকে উদ্ধার করে পুলিশকে জানায়।  পরে তাদের উদ্ধার করে পুলিশ চরমোন্তাজ নিয়ে আসেউদ্ধার হওয়া জেলেদের  প্রাথমিক চিকিৎসা দিয়ে   , স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজদের ব্যাপারে অনুসন্ধান চলছে। কেউ কেউ বলছে, তাদেরও উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।

উদ্ধার হওয়া ৯ জেলে হচ্ছেন - শাহআলম(৬২)মনসুর(২৯) জাহিদ(২৮) নুরুলহক(৪৫) রাসেল(২৪) আলআমিন সিকদার(২৯)  কবির হোসেন(৫২) এবাদত (৩৬) ইব্রাহিম খান(৪০)।  নিখোঁজ তিন জেলে হলেন, খবির আলী মিয়া, গোপাল মিস্ত্রি ও সোহাগ।

আই/এ

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন