দেশজুড়ে

'হাওর বীর' সাবিকুলের মৃত্যুবার্ষিকীতে অষ্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ডুবন্ত নৌকা থেকে দুইজন যাত্রীকে বাঁচিয়ে নিজে প্রাণ হারানো সাহসী তরুণ ‘হাওর বীর’ সাবিকুল ইসলাম-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে স্মরণসভা ও ম্যারাথন প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে অষ্টগ্রাম-মিঠামইন সড়কে অনুষ্ঠিত হয় ১৪ কিলোমিটার দীর্ঘ একটি ম্যারাথন, যাতে অংশ নেন বিভিন্ন বয়স ও পেশার ৩০ জন প্রতিযোগী।

ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সবার মাঝে মেডেল তুলে দেন কবি ও সাংবাদিক রেজাউল করিম সেলিম। বিজয়ীদের মধ্যে প্রথম হন হিমেল, দ্বিতীয় ইমন এবং তৃতীয় রাব্বিল।

এদিন সাবিকুলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়, এক মিনিট নীরবতা পালন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

২০২৩ সালের ১০ জুলাই, অষ্টগ্রাম ঘুরতে গিয়ে হাওরের একটি জায়গায় ডুবে যাওয়া নৌকায় আটকে পড়া যাত্রীদের দেখে দ্রুত বাইক থামিয়ে পানিতে ঝাঁপ দেন সাবিকুল। দুইজনকে জীবিত উদ্ধার করলেও তিনি নিজে আর উঠে আসেননি। এই বীরত্বপূর্ণ কাজের জন্য স্থানীয়ভাবে তিনি ‘হাওর বীর’ নামে পরিচিতি পান।

সাবিকুল ইসলাম কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের আবদুর রহিমের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

ম্যারাথন ও স্মরণ আয়োজনে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক রেজাউল করিম সেলিম, পুলিশ পরিদর্শক তুষার সরকার, সাংবাদিক মো. ফরিদ রায়হান, সমাজকর্মী আরাফাত রহমান ও তোফাজ্জল হোসেন তপু প্রমুখ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন